parbattanews

উখিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

ইসলামী ব্যাংকের বিকল্প উন্নত ব্যাংকিং সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় উখিয়া জিএম কমপ্লেক্সের ২য় তলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উখিয়া এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।  এসময় তিনি বলেন, মানুষের আমানত সংরক্ষণে  ইসলামী ব্যাংকের বিকল্প নেই। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ গ্রহনের মধ্যদিয়ে অগ্রনী ভূমিকা পালন করে আসছে ইসলামী ব্যাংক। তাই উখিয়ায় ইসলামী ব্যাংকিং সেবা চালু করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষককে সাধুবাদ জানায়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনের হেড অব জিএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ চৌধুরী, ইসলামী ব্যাংক কোটবাজার শাখার ব্যবস্থাপক সাহাব উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং উখিয়া শাখার স্বত্ত্বাধিকারী, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত সংশ্লিষ্টরা।

পরে ফিতা কেটে উখিয়া ইসলামী ব্যাংকিং শাখার উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

Exit mobile version