parbattanews

উখিয়ায় কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

উখিয়ায় কৃষি অফিসের উদ্যোগে ২০২০ ও ২০২১ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পূর্নবাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কাশেম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এর উপস্থিতিতে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় রাজাপালং ইউনিয়নের ৩৫জন, রত্নাপালং ইউনিয়নের ৩০জন, হলদিয়া পালং ইউনিয়নের ৩৫জন, জালিয়া ইউনিয়নের ২৫জন, পালংখালী ইউনিয়নের ২৫জন কৃষক’কে ধান বিতরণ করেন। এছাড়াও উপজেলার ৫ইউনিয়নের ২০জনকে গম, ১০জনকে পিয়াস, ৫০জনকে ভুট্টার বীজ সরবরাহ করেন কৃষি বিভাগ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম, উপ-সহকারি কৃষি অফিসার লিটন চৌধুরী, পিপিএম জাকির হোসেন।

Exit mobile version