parbattanews

উখিয়ায় জমি বিরোধের জেরে চিকিৎসকের মাথা ফাটালেন দুই সহোদর

জমি বিরোধের জেরে উখিয়ার মরিচ্যা বাজারে ডা. কামরান উদ্দিনকে ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে দুই সহোদরের নেতৃত্বে দুর্বৃত্তরা। এ সময় কামরান উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান ‘পালং মেডিসিন সেন্টার’ ভাংচুর করে। ডা. কামরানের মাথায় সাতটি সেলাই করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দিনদুপুরে মরিচ্যা বাজারের মধ্যম স্টেশনে সহোদর জয়নাল আবেদীন ও ইমরান উদ্দিনের নেতৃত্বে হামলার ঘটনাটি ঘটে। তারা হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার মৃত মুকবুল সওদাগরের ছেলে।

কামরান উদ্দিনরা তিন ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ইতোমধ্যে কামরান উদ্দিনকে বেশ কয়েকবার হুমকি দেয় সহোদর জয়নাল ও ইমরান। হুমকি দেয়ার অডিও রেকর্ড কামরানের হাতে সংরক্ষিত।

এ নিয়ে মা ফাতেমা বেগম বাদি হয়ে ছেলে কামরান উদ্দিনের নিরাপত্তা চেয়ে গত ২১ জুলাই উখিয়া থানায় অভিযোগ দেন। এই সব কিছু তোয়াক্কা না করে হামলা চালানো হয়।ঘটনার সুষ্ঠু প্রতিকার দাবি করেন আহত কামরান উদ্দিন।

এব্যাপারে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সদস্য এম. মনজুর আলম বলেন, তাদের পারিবারিক সম্পত্তি নিয়ে তারা তিন ভাইসহ তাদের পরিবার নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। সর্বশেষ আজকে জায়গা বন্টন করতে গেলে তারা তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সহোদররা কামরানকে আঘাত করে। ঘটনাটি দুঃখজনক।

অভিযুক্ত দুই ভাইয়ের বক্তব্য জানতে মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টা করা হয়। তাদের পাওয়া যায়নি।

Exit mobile version