parbattanews

উখিয়ায় জহির হত্যার প্রধান অভিযুক্ত রায়হান আটক

কক্সবাজারের উখিয়ায় দোকানদারকে মদের সাথে ব্যাটারীর পানি মিশিয়ে খাইয়ে দিয়ে পরিকল্পিভাবে হত্যার প্রধান অভিযুক্ত রায়হানকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

শুক্রবার (১৯ ‍জুন) ভোর রাতে উখিয়ার হিজোলিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় থেকে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে মোটা অংকের মিশন নিয়ে মাঠে নেমেছিল। অবশেষে র‌্যাবের হাতে আটক হতে হলো।

সূত্রে আরও জানা যায় অপরাধ ঢাকতে সে নিজে একটি অনলাইন পোর্টালের সম্পাদক হয়েছে।

র‌্যাব-১৫ এর অধিনায়ক আজিম আহমেদ রায়হানের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,গত ৩ জুন রত্নপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বায়তুশ শরফ এলাকায় মদের সাথে ব্যাটারির পানি যুক্ত করে জহিরকে খাইয়ে দেন রায়হানসহ কয়েকজন। এ ঘটনার ১৪ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরের মৃত্যু ঘটে।

আটক রায়হান রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের নবী সুলতানের ছেল।

Exit mobile version