parbattanews

উখিয়ায় টমটম চালকের মরদেহ উদ্ধার

জাফর আলম (৫০) নামে টমটম চালকের মরদেহ

কক্সবাজারের উখিয়ায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতলি নতুন বিট অফিস পাহাড়ের পশ্চিম দিকে জাফর আলম (৫০) নামে টমটম চালকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

জাফর রত্নাপালং ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কালুর ছেলে। তিনি তুলাতলি স্টেশনে প্রতিদিন ইজিবাইক (টমটম) চার্জ দেয়। কিন্তু গতরাতে চার্জ দিতে যাননি। গাড়িটি রাস্তায় পার্কিং করা অবস্থায় থাকলেও একটি পাহাড়ের নিচে তার মরদেহ পড়ে আছে। তার দুই ছেলে প্রবাসে আছে। কষ্ট করে সম্প্রতি আর্থিক স্বচ্ছল হয়েছে। তার সাথে কারো বিরোধ নেই বলেও জানিয়েছেন স্থানীয়রা।

রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী এক ব্যক্তির মরদেহের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা কি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু বুঝা যাচ্ছে না। কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না।

এ প্রসঙ্গে উখিয়া থানার ওসি মো: আবুল মনসুর বলেন, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে টমটম চালকের মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version