parbattanews

উখিয়ায় টিফিনের টাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানাচ্ছে প্রাইমারী শিক্ষার্থীরা

কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৫ জন শিক্ষার্থীরা টিফিনের টাকা জমিয়ে স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বসাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এই প্রতিকৃতি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এটিই বাংলাদেশের যেকোন সরকারি প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ে বসানো বঙ্গবন্ধুর প্রথম প্রতিকৃতি।

রুমখাঁ সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে স্কুলের ৩৩৫ জন শিক্ষার্থী টিফিনের ৩ হাজার ৫শ টাকা জমিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি বানানোর উদ্যোগ নেয়। শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ জাহান কাজলও এই উদ্যোগে সহযোগিতা করেন।

প্রধান শিক্ষক কামাল উদ্দিন জানান, দ্রুত বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মানের কাজ শেষ হবে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এই প্রতিকৃতি উদ্বোধন করা হবে।

সূত্রমতে, মাস্টার কামাল উদ্দিন বাংলাদেশ প্রাথমিক শিক্ষকদের জন্য একজন মডেল শিক্ষক। কারণ তিনি বিগত সময়ে দেশের শ্রেষ্ঠ প্রাথমিক হিসেবে মনোনিত হয়েছিলেন। সেই সুবাধে তিনি কয়েকবার বিদেশ ভ্রমনের সুযোগ পান।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান জানিয়েছেন, রুমখাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্যোগ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে করে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু প্রতি আরো আগ্রহ ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে। পাশাপাশি জাতির জনকের প্রতি ভবিষ্যত প্রজন্মের আনুগত্য সৃষ্টি হবে। আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

Exit mobile version