parbattanews

উখিয়ায় পাহাড় কেটে বালু উত্তোলন: মালামাল জব্দসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি মেশিনসহ ও বিপুল পরিমাণ আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেছে বন বিভাগ। এ সময় জড়িত থাকার অপরাধে নুরুল আলম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

বুধবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে পালংখালী ফারিরবিল কোণারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মো. শফিউল আলম বলেন, কিছু মানুষ পাহাড়ে অবৈধ মাটি কাটছিল। শুরুতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মেশিন এবং বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছি। এ ঘটনায় বন আইনে মামলা রুজু করা হবে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাজ উদ্দিন বলেন, অবৈধ পাহাড় কাটার অপরাধে আটক ব্যক্তি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

অভিযানে বিট কর্মকর্তা রাকিব মো. রাকিব হোসেনসহ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version