parbattanews

উখিয়ায় পুলিশের বাধায় যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

উপজেলা শাখার উদ্যোগে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

উখিয়ায় পুলিশী বাধার মধ্যেও জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে৷ রবিবার (২৭ অক্টোবর) উপজেলা শাখার উদ্যোগে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি কার্যালয়ে দুপুরের পর থেকে দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে৷ এক পর্যায়ে উখিয়া থানা পুলিশের বাধার মূখে পড়ে অনুষ্ঠানে আসা নেতাকর্মীরা। বাহিরে পুলিশের উপস্থিতিতেই তড়িঘড়ি করে সংগঠনটির নেতৃবৃন্দরা অফিসেই অনুষ্ঠান সংক্ষিপ্ত করে কেক কাটে৷

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, উখিয়ার রাজনীতির পরিবেশ খুবই সুন্দর। উখিয়া উপজেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। আমরা অতীতের মতো প্রত্যেক সময়ে দলীয় কার্যক্রম পরিচালনা সুন্দরভাবে করি। পুলিশের সাথে আমাদের কখনো কোন ধরনের সংঘাত হয়নি৷ আপনারা উখিয়ার শান্ত পরিবেশকে অশান্ত করবেন না। আপনারা আমাদের ভাই-বন্ধু আমাদের সাথে সুন্দর আচরণ করবেন এটাই আমরা আশা করি। যে কোন সমস্যায় আপনাদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আপনারাও আমাদের সহযোগিতা করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস-চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী।

উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক উল্লাহর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যু্বদলের সিঃ সহ-সভাপতি সাইফুর রহমান সিকদার, সহ-সভাপতি শাহনেওয়াজ সিরাজী আপেল, সাংগঠনিক সম্পাদক আজফার সাবিত চৌধুরী, রাজাপালং দক্ষিণ বিএনপি সভাপতি শাহজাহান আলী, উত্তরের সাংগঠনিক সম্পাদক এনাম রাজিব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিদুয়ান সিদ্দিকসহ যুবদলের উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।

Exit mobile version