parbattanews

উখিয়ায় প্রবল বর্ষণে ৫০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ

উখিয়ায় টানা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়ে পড়েছে ১০ হাজার পরিবার। ঝড়ে অর্ধশতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উখিয়ার ডাকবাংলো পাতাবাড়ী মরিচ্যা সড়ক।

মঙ্গলবার সরজমিন ঘুরে দেখা যায় , উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী, তাজনিমারখোলা, থাইংখালী কবরস্থান এলাকা, হলদিয়া পালং ইউনিয়নের রুমখা চৌধুরী পাড়া, ধুরমখালী, নাপিত পাড়া, গোরাইয়ার দ্বিপ, উত্তর বড়বিল, পাতাবাড়ি, রত্নাপালং ইউনিয়নের সাদৃকাটা, পশ্চিম রত্না, ভালুকিয়া পালং, গয়াল মারা, চাকবৈটা, তুলাতুলি, থিমছড়ি, জালিয়া পালং ইউনিয়নের জুম্মা পাড়া , পাইন্যাশিয়া, চর পাড়া, সোনার পাড়া, সোনাইছড়ি, ইনানী, মনখালী, রাজা পালং ইউনিয়নের তুতুরবিল, পিনজিরকুল, সিকদার বিল, মালভিটা, ফলিয়া পাড়া, হারাশিয়া, টাইপালং, ডিগলিয়া, দরগাহবিল, পুকুরিয়া, মাছকারিয়া, কুতুপালংসহ ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। শত শত বসত ঘরে পানি ডুকে পড়েছে ।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, অসংখ্য চিংড়ি ঘেরে পানি ঢুকে তলিয়ে গেছে। এতে করে লক্ষ লক্ষ টাকার মাছ পানিতে ভেসে গেছে।

অপরদিকে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ৫টি ইউনিয়নের আমন চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ পালংখালী ইউনিয়ন সহ কয়েক টি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বলেন, দ্রুত তালিকা প্রণয়ন করে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে ত্রাণ সহায়তা দেওয়া হবে।

অপরদিকে দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক মু. মামুনুর রশীদ বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনকে দ্রুত সময়ের মধ্যে সহায়তা ব্যবস্থা করা হবে।

Exit mobile version