parbattanews

উখিয়ায় প্রবারণার অনুদান পেল ৪৮টি বৌদ্ধ বিহার

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উখিয়ায় ৪৮টি বৌদ্ধ বিহারে ৫শ কেজি করে সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে প্রতিটি বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের হাতে এই অনুদান প্রদান করা হয়।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন।

এ সময় ইউএনও বলেন, প্রবারণা উপলক্ষে সরকারের পক্ষ থেকে উখিয়ার বৌদ্ধ  সম্প্রদায়ের জন্য ২৪ মেট্রিক টন  খাদ্য শস্য বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রতিটি মানুষের কাজে, কর্মে প্রবারণা পূর্ণিমার আলোয় উদ্ভাসিত হউক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য হেলাল উদ্দিন, শিক্ষক (অব:) সুবদন বড়ুয়া, শিক্ষক (অব:) হেমেন্দ্র লাল বড়ুয়া, সাংবাদিক পলাশ বড়ুয়া, মিলন বড়ুয়া, সুজিত চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মেধু কুমার বড়ুয়া।

Exit mobile version