parbattanews

উখিয়ায় প্রশাসন কঠোর অবস্থানে: লকডাউন অমান্য করায় জরিমানা

করোনা সংক্রমন রোধে রবিবার রাত ১২টার পর থেকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ এবং পালংখালী ইউনিয়নের ১, ৪ ও ৫ নাম্বার ওয়ার্ডের (আংশিকসহ রত্নাপালং ইউনিয়নের জনবহুল ব্যস্ততম স্টেশন কোটবাজারকে রেড জোন চিহ্নিত করে লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন বাস্তবায়নে ৮টি নির্দেশনাও প্রদান করা হয়। কিন্তু এসব নির্দেশনা তোয়াক্কা না করে লকডাউন অমান্য করায় কোটবাজার, উখিয়া, কুতুপালং, বালুখালী এবং থাইংখালী স্টেশনে বেশ কিছু পথচারী, দোকান মালিককে গুনতে হয়েছে জরিমানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রেড জোন এলাকায় চলমান লকডাউন অমান্য করায় কয়েকজন পথচারী এবং ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বিশেষ অহেতুক ঘুরাঘুরি, মুখে মাস্ক না পড়ায় এসব জরিমানা দিতে হয়েছে তাদের।

তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত (৪টা ৫০মিনিট) উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান মাঠে রয়েছেন বলে সূত্রে জানা গেছে।

Exit mobile version