parbattanews

উখিয়ায় বার্মিজ ইয়াবাসহ আটক ১

মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় পালংখালী বিওপি ‘র হাতে একজন আটক হয়েছে। বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর পালংখালী বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

চোরাকারবারীরা মিয়ানমার হতে বিপুল পরিমান ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এ সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র সফিউল্লাহ কাটা ফুটবল খেলার মাঠের পার্শ্বে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে মিয়ানমার থেকে ১ জন ব্যক্তিকে ব্যাগ নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাকে চ্যাঞ্জেল করলে সে দৌড়ে পালানোর সময় আটক করে।

অতঃপর ধৃত আসামী মোঃ আজিজুল হক (২০), পিতা-মোঃ পেটান আলী, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-ডি/৪ এর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় আনুমানিক ৬০,০০০ পীস বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য-১,৮০,০০,০০০/- (এক কোটি আশি লক্ষ) টাকা।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)

Exit mobile version