parbattanews

উখিয়ায় বিজিবির অভিযান: ইয়াবা ও অস্ত্রসহ আটক-৪

প্রতীকী ছবি

কক্সবাজারে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটার গহীন বনের ভিতরে একটি টং ঘরে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জন কে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ১টি দেশীয় তৈরী এক নলা বন্দুক, দুইটি কিরিচ, দুই রাউন্ড তাজা কার্তুজ, ১টি রাম দা ও দুই হাজার তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছ। এছাড়া ৫টি মোবাইল সেট ও নগদ টাকা জব্দ করে বিজিবি।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটার গহীন বনে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পুটি বুনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে মোঃ রাশেদ (৩০), একই ইউনিয়নের নলবনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ ইমরান (৩০), পশ্চিম পালংখালী গ্রামের আব্দু শুক্কুরের ছেলে মো: আব্দুল্লাহ (২৫) ও কক্সবাজার সদর উপজেলার পিটিআই স্কুলের মোঃ আলীর ছেলে আবদুর রহমান (৩১)।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া থানায় আটককৃতদের বিরুদ্ধে ইয়াবা ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ৩৪বিজিবি পক্ষ থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম বলেন, বিজিবি কতৃর্ক ৪ জনকে সোর্পদ করা হয়েছে। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Exit mobile version