parbattanews

উখিয়ায় বিশ্ব জলাভূমি দিবসে আলোচনা সভা

উখিয়া প্রতিনিধি:

বিশ্ব জলাভূমি দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পালিত হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ইউএনএইচসিআর এর আর্থিক সহায়তায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়নাধীন মধুর ছড়া পূনঃরুদ্ধার প্রকল্পের উদ্যোগে দিবসটি উৎযাপন  করা হয়।

কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্থানীয় জনগণের মধ্যে জলাভূমি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।

রোহিঙ্গা ক্যাম্প-৩ এর সিআইসি শামীমুল হক পাভেল সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুরছড়া সংশ্লিষ্ট ক্যাম্প ২-ডব্লিউ, ৩, ৪, ৫ ও ৬ এর সমন্বয়ে এ অনুষ্ঠানে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

মোট দু’টি পর্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। প্রথম পর্বে ক্যাম্প-৩ থেকে ক্যাম্প-৪ সিএনজি স্ট্যান্ড পর্যন্ত র‌্যালী এবং দ্বিতীয় পর্বে ক্যাম্প-৩ এর সিআইসি অফিস সংলগ্ন দরবার হলে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজল কুমার বসাক, প্রজেক্ট ম্যানেজার, সিএনআরএস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনএইচসিআর প্রতিনিধি এনভায়রনমেন্টাল এ্যাসোসিয়েট আব্দুল মালেক।

এছাড়া বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাগণ, ক্যাম্প মাঝি, এসএমএস টিম একটেন্ড এর কর্মকর্তা ও ভলান্টিয়ার, ইমাম, স্থানীয় রোহিঙ্গা ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় মধুরছড়া দূষণ ও ক্ষতিকর দিকসমূহ পূনঃরুদ্ধার প্রক্রিয়ায় দিক নির্দেশনামূলক পরামর্শ পাওয়া যায়।

এ সময় বক্তব্য রাখেন মোদাচ্ছের হোসেন-স্ট্রীম রেস্টুরেশন ম্যানেজার, সহদেব চন্দ্র মজুমদার- বায়োলজিস্ট, গোলাম কিবরিয়া-সসিওলোজিস্ট, মো. মাহমুদুল হাসান ও দেওয়ান মোহাম্মদ রাশেদ ইকবাল-এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটেটর, ক্যাম্প-৩ এর হেড মাঝি মো. আয়াজ ও মো. মামুনুর রশিদ।

পরে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

Exit mobile version