parbattanews

উখিয়ায় ভাইস চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম নির্বাচিত

উখিয়া প্রতিনিধি:

কোন প্রকার উত্তাপ, উত্তেজনা ছাড়াই ফাঁকা কেন্দ্রে রেকর্ড পরিমাণ ভোটারদের কম উপস্থিতিতে উখিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে টিউবওয়েল মার্কার প্রার্থী মন্ত্রী পরিষদ সচিবের ভাতিজা মো. জাহাঙ্গীর আলম বিশাল ভোটের ব্যবধানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট হচ্ছে ৩৮ হাজার ১শ’ ৭।

এদিকে ব্যাপক ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ এনে অপর ৩ ভাইস চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে মাহাবুবুল আলম মাহাবুব (উড়োজাহাজ), আরফাত উর রহমান জিহান চৌধুরী (তালা), মোহাম্মদ রাশেল (মাইক) সকাল সাড়ে ১১ টার দিকে এক যোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এর আগে অপর প্রার্থী নুরুল হুদা (বই) ও মেম্বার রুহুল আমিন (চশমা) নির্বাচন থেকে সরে দাঁড়ান।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতকারী প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে মো. জাহাঙ্গীর আলম ৩৮ হাজার ১শ’ ৭ ভোট, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রাশেল ২ হাজার ২শ’ ২৭ ভোট, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম মাহাবুব ১ হাজার ৪শ’ ৯৫ ভোট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নুরুল হুদা ১ হাজার ১শ’ ৬১ ভোট, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরফাত উর রহমান জিহান চৌধুরী ১ হাজার ১শ’ ৫৩ ভোট ও মুক্তিযোদ্ধা রুহুল আমিন ২০ ভোট পেয়েছেন।

Exit mobile version