parbattanews

উখিয়ায় ভ্রাম্যমান অাদালতের অভিযান, বালুভর্তি ডাম্পার জব্দ

ঘুমধুম প্রতিনিধি:

উখিয়ার পার্শ্ববর্তী রামু উপজেলার বালু মহাল ইজারার কাগজপত্র নিয়ে উখিয়ার বিভিন্ন খাল, ছড়া ও পাহাড় কেটে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে ভ্রাম্যমান আদালত বালু ভর্তি ২টি ট্রাক জব্দ করেছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক সাংবাদিকদের জানান, এলাকার একশ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী উখিয়া থেকে বালু মহাল ইজারা নিতে ব্যর্থ হয়ে রামু উপজেলার বিভিন্ন ইজারাদার থেকে কাগজপত্র সংগ্রহ করে নির্বিচারে বালু উত্তোলন ও পাচার করে আসছিল। যা পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে।

বিভিন্ন অভিযোগের সূত্র ধরে মঙ্গলবার কোটবাজার এলাকা থেকে বালু ভর্তি ২টি ডাম্পার ট্টাক জব্দ করা হয়েছে।

তিনি জানান, বালু উত্তোলনের বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version