parbattanews

উখিয়ায় মাটি চাপা পড়ে আহত আরো একজনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় উপর থেকে মাটি চাপা পড়ে গুরুতর আহত ফিরোজ আহাম্মদ (৫০) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছে। সে রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাকবৈঠা উত্তরকুল গ্রামের মৃত নুর আহাম্মদের ছেলে।

এর আগে (১ ফ্রেব্রুয়ারি) ছৈয়দ হোসেন (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। সে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের লাল মিয়ার ছেলে। এনিয়ে ওই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ৪/৫জন শ্রমিক পশ্চিম ডিগলিয়াপালংয়ের ইমাম হোসেনের ডাম্পারে গাড়িতে মাটি ভর্তি করা জন্য পূর্বডিগলিয়াপালং এলাকার সিরাজ মিয়ার পাহাড়ের মাটি কাটতে গেলে উপর থেকে মাটি এসে ২ জন শ্রমিক নিচে চাপা পড়ে। তাদরকে অন্যান্য শ্রমিকেরা দ্রুত উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন। তখন গুরুতর আহত অবস্থায় ফিরোজ আহাম্মদ (৫০)কে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর সে মারা যায়।

এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, পাহাড়ের মাটি চাপা পড়ে একজন শ্রমিকের মৃত্যুর খবর আমাদের কাছে রয়েছে। আরেকজন শ্রমিক আহত অবস্থায় চিকিৎসাধীন ছিল, তবে সে যে মারা গেছে এই ধরনের তথ্য আমাদের কাছে এখনো আসেনি।

Exit mobile version