parbattanews

উখিয়ায় মাস্কবিহীন ৫২ জনকে জরিমানা

করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাস্কবিহীন ৫২ জন পথচারী ও সাধারণ মানুষদের ১৯টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

শুক্রবার (২ এপ্রিল) বিকাল ও সন্ধ্যার দিকে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উখিয়া সদর, কোর্টবাজার, মরিচ্যা বাজার ও সোনারপাড়া বাজারে মাস্কবিহীন পথচারী, বিভিন্ন দোকানের শ্রমিক, যানবাহন চালক এবং যাত্রীদের করোনা ভাইরাসে সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান জানান, স্বাস্থ্যবিধি না মানায় উখিয়া উপজেলার চারটি স্টেশনে অভিযান পরিচালনা করে ৫২ জনকে ১৯টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ২১ মার্চও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫৩ জনকে ১৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছিলেন উপজেলা প্রশাসন।

Exit mobile version