parbattanews

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত ২ জনসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন-৮। এসময় তাদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) ভোর রাতে ১৬ নং ক্যাম্পের ডি বøক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ৭ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের মৃত আলী আহমদের ছেলে মৌলভী নূর মোহাম্মদ (৩৫), মৃত ফজল আহম্মদের ছেলে মো. ইলিয়াছ (৩৫), ২ নম্বর ক্যাম্পের ই/৩ ব্লকের মৃত আব্দুল সোবহানের ছেলে সৈয়দ আহম্মদ (৩৮) ও ১ নম্বর ক্যাম্পের বি/ বøকের মৃত মৌলভী আফলাতুনের ছেলে সানাউল্লাহ (৪৮)।

৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, অভিযানের সময় গ্রেপ্তার ৪ রোহিঙ্গার সঙ্গে থাকা ১৮/২০ জন সশস্ত্র ডাকাত পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version