parbattanews

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে পিটিয়ে হত্যা

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মো. হাকিম (৩০) নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার সাথে জড়িত সন্দেহে শামসু মাঝি নামক এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মার্চ) ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪-ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মো. হাকিম একই ব্লকের নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানিয়েছে, মো. হাকিমের দুই স্ত্রী। একজন বান্দরবান ও অন্যজন কুতুপালং ক্যাম্পে থাকেন। বান্দরবানে থাকা স্ত্রী গত বৃহস্পতিবার সন্তানদের দেখতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আসেন। এ সময় একই ব্লকের রাশেদ উল্লাহর ছেলে মো. রফিক তার পরিচয় জানতে চায়। এনিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির জের ধরে শুক্রবার ভোরে মো. রফিক হাতুড়ি দিয়ে পিটিয়ে মো. হাকিমকে হত্যার উদ্দ্যেশে মারক্ত ভাবে আঘাত করে। মো. হাকিম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পরপরই খুনি মো. রফিক পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ওই ব্লকের মাঝি শামসুকে আটক করেছে পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বলেন, হত্যার সাথে জড়িত মূল আসামিকে গ্রেফতার ও মূল রহস্য উৎঘটনের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ।

Exit mobile version