parbattanews

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের রাষ্ট্রদূত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরষ্কের রাষ্ট্রদূত এইচ.ই মোস্তফা ওসমান তুরান। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ৩ সদস্যের প্রতিনিধি দল উখিয়াস্থ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন।

রোহিঙ্গা ক্যাম্প ক্যাম্প-৩, ৪-এক্সটেনশন, ৯, ১৬, ১৭ তুরস্ক পরিচালিত টিকাথর ডিস্ট্রিবিউশন সেন্টার
সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তুরস্কের রাষ্ট্রদূত নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রসংশা করেন। পরে ১শ রোহিঙ্গা পরিবারের মধ্যে সবজিথর চারা বিতরণ করেন।

প্রতিনিধিদল টিকা নির্মিত রোহিঙ্গা শিশুদের খেলার মাঠ শিশু বিকাশ কেন্দ্র, মাল্টিপারপাস সেন্টার, রোহিঙ্গা নারীদের হস্ত সেলাই ও পানি সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন।

উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধি দল ৫ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, ঢাকাস্থ তুরস্কের অফিসের গিজেম এ্যাডিন এড্রিন, প্রোগ্রাম কো-
অর্ডিনটর ড. ইসমাইল গানডগডু।

Exit mobile version