parbattanews

উখিয়ায় লকডাউন অমান্য করায় ৬ রোহিঙ্গা আটক

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় সরকার ঘোষিত লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় ছয় রোহিঙ্গাকে আটক করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২২ মে) বিকালে ১৫নং ক্যাম্পের আওতাধীন জামতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

গত বৃহস্পতিবার উখিয়ার চারটি ক্যাম্পকে লকডাউনের আওতায় আনা হয়। এর মধ্যে ১৫ নং ক্যাম্পটিও লকডাউনের আওতায় ছিল।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, সরকার ঘোষিত রোহিঙ্গা ক্যাম্পে লকডাউন না মেনে ক্যাম্প থেকে বের হয়ে জামতলী নামের এলাকায় কাজ করছিল কিছু রোহিঙ্গা। এ সময় কর্মস্থল থেকে ছয় রোহিঙ্গাকে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদেরকে কাজে নিয়োগ করা ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে, শুক্রবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোহিঙ্গাদের কাজে নিয়োগ না দিতে সতর্ক করা হয়েছিল।

Exit mobile version