parbattanews

উখিয়ায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ

কক্সবাজারের উখিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে “সাংবাদিকতার বেসিক বা বুনিয়াদি প্রশিক্ষণ” শুরু হয়েছে।

শিশু সুরক্ষার উপর গুরুত্ব দিয়ে রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের আয়োজন করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল।

৩০ জুলাই থেকে ৭ দিনব্যাপি এই কর্মশালায় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ২৫ জন গণমাধ্যমকর্মী অংশ নিয়েছেন।

বেসিক সাংবাদিকতার উপর কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব নজরুল কবির এবং সুমন আলী। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আলী আর রাজি উপস্থিত থাকবেন।

কর্মশালায় সাংবাদিকতার ধারণা, বৈশিষ্ট্য, উপাদান, সূত্র-উৎস ও সংবাদ লেখার কৌশলসহ সাংবাদিকতার বিভিন্ন খুঁটিনাটি বিষয় সর্ম্পকে আলোচনা করা হয়।

Exit mobile version