parbattanews

উখিয়ায় সিএনজি সহ মালয়েশিয়াগামী পাঁচ রোহিঙ্গা আটক

সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় উখিয়ার মরিচ্যা বাজারে সিএনজিসহ ৫ জন রোহিঙ্গা মহিলাকে আটক করা হয়েছে।

২৯ শে ফেব্রুয়ারি (শনিবার) রাতে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনজুর আলম ও যুবনেতা গিয়াসের নেতৃত্বে একটি সিএনজি গাড়িকে ধাওয়া করে মালেশিয়াগামী মহিলা ভিকটিম সহ আটক করে তাদেরকে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়।

মানবপাচারকারী দালালরা মনজুর আলম মেম্বার ও কমিউনিটি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ভিকটিমদের কাছ থেকে জবানবন্দি নিলে তারা বলেন, বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে মালেশিয়া নিয়ে যাওয়ার জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের কৌশলে নিয়ে আসে। উদ্ধারকৃতদের পরে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

মনজুর আলম মেম্বার জানান, স্থানীয় ও রোহিঙ্গা মানবপাচারকারীরা মিলে মানবপাচার ব্যবসা চালিয়ে যাচ্ছে। সবাইকে আইনের আওতায় আনতে অফিসার ইনচার্জকে অনুরোধ করেন তিনি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিয়া আকতার মর্জু বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গা তরুণীদের স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এছাড়াও মানবপাচার রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।

Exit mobile version