parbattanews

উখিয়ায় হাটবাজার ইজারা নিলাম সম্পন্ন

কক্সবাজারের একমাত্র রোহিঙ্গা অধ্যুষিত জনগুরুত্বপূর্ণ উপজেলা উখিয়ার হাটবাজার ইজারা নিলাম সফল ভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল বিকেল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে এই নিলাম অনুষ্ঠিত হয়।

উখিয়া উপজেলার নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত হাটবাজার ইজারা নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি হামিদুল হক চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভুমি কর্মকর্তা তাজ উদ্দিন আহাম্মদ, কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলম, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুদা, পালংখালীর প্যানেল মেয়র ফজল কাদের ভুট্টো প্রমূখ।

পরে সকলের উপস্থিতিতে হাটবাজার ইজারা নিলামদাতাদের ফরম উত্থোলন করা হয়। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে ভালুকিয়া বাজার ৫২হাজার টাকা দেলোয়ার হোসেন, বালুখালী বাজার ১ কোটি ৩৯ লক্ষ টাকায় গিয়াস উদ্দিন, কুতুপালং বাজার ২ কোটি ২৫ লাখ টাকায় শাহিনা বেগম, মরিচ্যা বাজার ১কোটি ৮ লক্ষ্য টাকা গফুর আলম, পালংখালী বাজার ৪০ লক্ষ টাকা শাহাব উদ্দিন চৌধুরী, উখিয়া দারোগা বাজার ১ কোটি ৫০ লক্ষ ৫০ হাজার টাকায় আব্দুর রহিম।

এসময় কোটবাজার ও সোনার পাড়া বাজার সর্বোচ্চ দরদাতাদের সিডিউল ফরমে ভুল থাকায় পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে জানান যাচাই-বাছাই কমিটি। সিডিউল ফরমে ভুল থাকায় রুমখাঁ বাজার ইজারা নিলাম স্থগিত রাখা হয়। সরকারী সিডিউলের উর্ধ্বে দর না দেওয়ায় পাতাবাড়ী বাজার ইজারা বাতিল করেন হাটবাজার নিলাম যাচাই-বাছাই কমিটি।

যাচাই-বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে উখিয়ার সমস্ত বাজার ইজারা দেওয়া হয়েছে।

Exit mobile version