parbattanews

উখিয়ায় ২৩ কেজি গাঁজাসহ রোহিঙ্গা দম্পতি আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে বসতঘরের মাটি খুঁড়ে ২৩ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে।

আটককৃতরা হলেন কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের ব্লক এফ (শেড নং-২১, রুম নং-৬) এর বাসিন্দা মকতোবিজের ছেলে আব্দুর রহিম (২৬) ও তার স্ত্রী মাকিলা ওরফে ফাতেমা বেগম।

রোববার (২৪ জুলাই) গভীর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে এই অভিযান চালিয়েছে ১৪ এপিবিএন সদস্যরা।

১৪ এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের বাসিন্দা মাকিলা ওরফে ফাতেমা বেগমের বসতঘরের দরজার পাশে মাটি খুঁড়ে মাটির নিচে থাকা ৩টি প্লাস্টিকের বস্তায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৩টি প্যাকেটে আনুমানিক ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জড়িত থাকার অপরাধে দুজনকে আটক করা হয়।

এ ব্যাপারে কক্সবাজার ১৪ এপিবিএন ব্যাটালিয়ন অধিনায়ক এসপি মো. নাঈম উল হক জানান, জব্দকৃত গাঁজাসহ আটককৃত রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়।

Exit mobile version