parbattanews

উখিয়ায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ সম্পন্ন

উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান প্রযুক্তি সমাহার ডিসপ্লে পরিদর্শন ও ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২১ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সপ্তাহের সমাপ্তি ঘোষণা করেন উখিয়া বহুমূখী সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বদরুল আলম উপস্থিত ছিলেন।

“স্মার্টফোনে আসক্তি পড়াশোনার ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উখিয়া বহুমূখী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৫ ও ৬ জানুয়ারি ২০২২ খ্রিঃ দুই দিনব্যাপী বিজ্ঞান প্রযুক্তি নিয়ে বিভিন্ন রকমারি সমাহারের ডিসপ্লে পরিদর্শন করার মধ্য দিয়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২১ পালিত হয়।

বিজ্ঞান প্রযুক্তি নিয়ে বিভিন্ন উপকরণ সমাহারের ডিসপ্লে প্রতিযোগিতামূলক অংশ নেন উখিয়া উপজেলার বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়। তৎমধ্যে রয়েছে উখিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়,পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, থাইংখালী উচ্চ বিদ্যালয়, কুতুপালং উচ্চ বিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ,পালংখালী উচ্চ বিদ্যালয়, মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়, ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়, উখিয়া ডিগ্রি কলেজ, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ, ফারির বিল মিনহাজুল কোরআন আলিম মদ্রাসা, নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় ও সোনার পাড়া উচ্চ বিদ্যালয়। পরে উখিয়া উপজেলার ক্ষু-নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ উদ্যোগে বাইসাইকেল বিতরণের পাশাপাশি বিজয়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

এর আগে বিজ্ঞান প্রযুক্তি বিষয় নিয়ে বিভিন্ন আলোচনার পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার, পরে অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান প্রযুক্তির ডিসপ্লে সমাহারের পরিদর্শন করেন তিনি।

Exit mobile version