parbattanews

উখিয়ায় ৪ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার দুই রোহিঙ্গা যুবক কারাগারে

কক্সবাজারের উখিয়ার থ্যাইংখালী থেকে ৩ লাখ ৯৮ হাজার জাল টাকার নোটসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার দুই জন হলেন- মো. রশিদ (২২) ও পীর মোহাম্মদ (২৮)।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পের খাদ্য বিতরণ কেন্দ্রের রাস্তা থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয় তাদের। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এপিবিএন-১৬-এর কমান্ডিং অফিসার (সিও) হেমায়তুল ইসলাম জানান, অসৎ উদ্দেশ্যে ক্যাম্পে দুজন লোক জাল টাকা নিয়ে অবস্থান করছে বলে খবর পায় এপিবিএন। সে খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উখিয়ার থ্যাইংখালী ১৩ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের নোটসহ আটক করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িত। তাদের নামে এপিবিএন মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করে।

Exit mobile version