parbattanews

উখিয়ায় ৫টি ইউপি নির্বাচনে ৩২০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ

ইউনিয়ন পরিষদ নির্বাচন

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩২০জন প্রার্থী চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ পুরুষ পদে প্রতিদ্বন্দিতা করছে। তৎ মধ্যে চেয়ারম্যান পদে ২৬জন। সংরক্ষিত মহিলা পদে ৬২জন ও সাধারণ পদে ২৩২জন প্রার্থী রয়েছে। ১জন চেয়ারম্যান প্রার্থীসহ ২০জন মেম্বার প্রার্থী মনোনয়ন প্রত্যহার করে। নেওয়ায় গতকাল প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১নং জালিয়াপালং ইউনিয়ন পরিষদে এস.এম ছৈয়দ আলম (আ.লীগ) নুরুল আমিন চৌধুরী (বিএনপি) শাহ আমিন চৌধুরী (বিএনপি বিদ্রোহী) এম. জসিম উদ্দিন (স্বতন্ত্র) ও নুরুল আমিন (ইসলামী আন্দোলন) ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নুরুল কবির চৌধুরী (বিএনপি) নুরুল হুদা (আ.লীগ) খাইরুল আলম চৌধুরী (বিএনপি বিদ্রোহী) আব্বাস উদ্দিন (বিএনপি বিদ্রোহী)। ৩নং হলদিয়াপালং ইউনিয়নে অধ্যক্ষ শাহ আলম (আ.লীগ) এস.এম শামসুল হক বাবুল (বিএনপি) আমিনুল হক আমিন (আ.লীগ বিদ্রোহী) মাহাবুবুল আলম চৌধুরী (আ.লীগ বিদ্রোহী) এস.এম এনামুল হক (বিএনপি বিদ্রোহী) এসএম মুফিদুল হক (আ.লীগ বিদ্রোহী)। ৪নং রাজাপালং ইউনিয়নে জাহাঙ্গীর কবির চৌধুরী (আ.লীগ) তারেক মাহমুদ চৌধুরী রাজিব (বিএনপি) অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী (আ.লীগ বিদ্রোহী) ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদে শাহাদত হোসেন জুয়েল (আ.লীগ) মেম্বার হেলাল উদ্দিন (বিএনপি) গফুর উদ্দিন চৌধুরী (বিএনপি বিদ্রোহী) আলী আহমদ (আ.লীগ বিদ্রোহী) হাফেজ শাহ আলম (স্বতন্ত্র)। আগামী ৪ জুন উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নে ৬ষ্ঠ ধাপে অর্থাৎ শেষ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

Exit mobile version