parbattanews

উখিয়ায় ৫৬,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ কারবারী আটক

বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের বালুখালী বিওপি কর্তৃক ১,৭২,০০,০০০ (এক কোটি বাহাত্তর লক্ষ) টাকা মূল্যমানের ৫৬,০০০ পিস বার্মিজ ইয়াবা এবং সিএনজিসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে

৯ ডিসেম্বর রাত ৮.৪০টায় বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপি’র নায়েক মো. আবুল কাশেম এর নেতৃত্বে ইয়াবাসহ মাদককারবারীকে আটক করা হয়।

জানাযায়, বিজিবির  একটি টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিওপি হতে আনুমানিক ১ কিঃ মিঃ পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার-২১ হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপি’র বালুখালী ফুটবল মাঠ নামক স্থানে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১,৬৮,০০,০০০ (এক কোটি আটষট্টি লক্ষ) টাকা মূল্যমানের ৫৬,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং ৪,০০,০০০ টাকা মূল্যমানের ১টি সিএনজিসহ মাদক কারবারী মো. ফরিদুল আলম (৩০), পিতা-আবুল কামাল, গ্রাম-মধ্যম ফরির বিল,পালংখালী, পোস্ট-বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মালামালের সর্বমোট সিজারমূল্য-১,৭২,০০,০০০(এক কোটি বাহাত্তর লক্ষ) টাকা।

আটককৃত মালামাল উখিয়া থানায় জমা ও আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version