parbattanews

উখিয়ায় ৯ জেলেকে ২৭ হাজার টাকা জরিমানা

উখিয়ায় সাগর উপকূলীয় এলাকা ছেপটখালী থেকে আড়াই লাখ টাকা মূল্যের আধা কেজি ওজনের ৪ ড্রাম ইলিশ উদ্ধার করেছে ইনানী পুলিশ। রবিবার ভোর রাতে ৯ জন জেলে এসব ইলিশ নিয়ে কক্সবাজার রওনা হওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে।

পরে উদ্ধারকৃত ইলিশ ও ৯ জেলেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে মৎস্য সংরক্ষণ আইনে প্রত্যেককে ৩ হাজার টাকা করে ২৭ হাজার টাকা জরিমানা করেন।

সূত্রমতে গত ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সাগরে মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সে ধারাবাহিকতায় উখিয়া মৎস্য কর্মকর্তা তার নিবন্ধিত ৩ হাজার ৩৯৯ জন জেলেকে সাগরে না নামার জন্য নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি তাদের ত্রাণ মন্ত্রণালয় থেকে বিশেষ সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়।

এর আগে ইউনিয়ন পরিষদ থেকে খাদ্য সহায়তা প্রদান করার পরও জেলেরা তা অমান্য করে প্রতি রাতেই সাগরে নামছে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা জানান, সন্ধ্যা নামলেই উপকূলীয় সকল মাছ ধরার নৌযান উপকূলের কাছাকাছি এলাকায় সাগরে লুটপাট শুরু করে। আবার ভোর হওয়ার আগে এসব নৌযান গুলো যথাস্থানে এসে নোঙ্গর করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শাহিনের সঙ্গে মুঠোফোনে আলাপ করা হলে তিনি জানান, পুলিশের হাতে মাছ আটকের কথা তিনি শুনেছেন। এ ব্যাপারে প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে পরামর্শ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম জানান, যে সব আইনপ্রয়োগকারী সংস্থা সাগরে সবসময় বিচরণ করে থাকে তারা যদি সরকারি বিধি নিষেধ না মানে তাহলে মৎস্য কর্মকর্তার একার পক্ষে মাছ ধরা প্রতিরোধ করা কোনভাবেই সম্ভব নয়।

Exit mobile version