parbattanews

উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, কারচুপি ও ফলাফল পাল্টিয়ে দেওয়ার শঙ্কা প্রকাশ

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে উদ্বেগ, উৎকন্ঠা, শঙ্কা প্রকাশ করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম মাহাবুব।

উড়োজাহাজ মার্কার এই প্রার্থী আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, ক্ষমতার অপব্যবহার, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, ভোটের দিন ফলাফল পাল্টিয়ে দেওয়াসহ ব্যাপক কারচুপির নানা শঙ্কার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যে সর্বশেষ ভোটের দিন পর্যন্ত নেতাকর্মী, সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনে লড়ে যাবে।

শুক্রবার বিকেল ৫টায় নিজ বাস ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে মাঠে থাকা শক্তিশালী প্রার্থী মাহাবুবুল আলম মাহাবুব এই অভিযোগ করেন।

তিনি আরও বলেন, সরকারের মন্ত্রী পরিষদ সচিবের বড় ভাইয়ের ছেলে মো. জাহাঙ্গীর আলম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই নির্বাচনের পরিবেশ দিন দিন প্রভাবিত হচ্ছে। প্রশাসন একটি পক্ষ হয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের খোলামেলা কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ডা: নুরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহজাহান, আওয়ামী লীগ নেতা ফজলুল করিম, সাবেক জেলা ছাত্রলীগ সদস্য সোহেল খোন্দকার, সাবেক ছাত্রলীগ নেতা ইমরান হোছাইন, নুরুল ইসলাম, নূর হোছাইন, বাপ্পি প্রমুখ।

এদিকে সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহাবুব আলম বলেন, নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের ধার্য্য দিনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী নির্বাচিত হন। একই ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মধ্যে একজন প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নেছা বেবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থীকে নির্বাচনে লড়ে যেতে হচ্ছে। আগামী ২৪ মার্চ রোববার উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে।

Exit mobile version