উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

fec-image

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার
মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় হাসপাতাল পরিদর্শনের সময় সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ শেখ মোঃ হাসান ইমাম ,চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান ।

উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রনজন বড়ুয়া রাজন, মেডিকেল অফিসার (এমওসিএস) ডা. সৌনম বড়ুয়া, ডা. সাকিয়া হক ও স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা, মোঃ আককাস আলী সেখ, সিভিল সার্জন কক্সবাজার কার্যালয়ের প্রধান সহকারী মোঃ রফিকুল ইসলামসহ হাসপাতালের কর্মরত সকল মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স , মিডওয়াইফ ও অন্যান্য কর্মকর্তা /কর্মচারীবৃন্দ।

এ সময় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সকল বিভাগ পরিদর্শন করেন এবং মানসম্মত সেবা প্রদান অক্ষুণ্ন রাখতে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। পরে উখিয়া উপজেলার কুতুপালং কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং রোহিঙ্গা ক্যাম্প-০৭ এর প্রাইমারি স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন মহাপরিচালক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য অধিদপ্তর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন