parbattanews

উখিয়া কলেজ প্রতিষ্ঠাতার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিমের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্জিত দাশের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া কলেজ গভর্ণিংবডির সভাপতি, মো. নিজাম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র কলেজ গভর্ণিংবডির সদস্য জাহাঙ্গীর কবির চৌধুরী। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিম।

আমন্ত্রিত অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া কলেজ গভর্ণিংবডির সদস্য অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্রো, উখিয়া শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, উখিয়া টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া।

উখিয়া কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক তহিদুল আলম তহিদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী, অধ্যাপক শাহআলম, অধ্যাপক সবুজ শাহরিয়ার, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক আলমগীর মাহমুদ, প্রভাষক আমানত উল্লাহ সাকিব, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার ও উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাঈদুল আমিন টিপু।

Exit mobile version