parbattanews

উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্পে ৫ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে পুলিশ

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় শিশু সহ মায়ানমারের ৫ নাগরিককে আটকের পর ফেরত পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে বড়ঘোপ জেটিঘাট থেকে তাদের আটক করেছিল পুলিশ।

থানা সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে কয়েকজন রোহিঙ্গা কুতুবদিয়ায় পার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়ঘোপ জেটিঘাটে এসআই আকতার হোছাইনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় মায়ানমারের মিঝিরাম থানার বাগঘোনা পাড়ার একই পরিবারের ৫জনকে আটক করা হয়। এরা হলেন, সামসু ইসলাম(৫৫), তার স্ত্রী হাফেজা খাতুন (৪৮), তার ৩ সন্তান মাইশারা (১৭), ফাতেমা খাতুন(১১) ও জোহরা খাতুন(৫)।

থানার ওসি (তদন্ত) রোমেল বড়ুয়া বলেন, মায়ানমারের একই পরিবারের আটককৃত ৫ নাগরিককে উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্পে শুক্রবার ফেরত পাঠানো হয়েছে। তারা ওই ক্যাম্প থেকেই পালিয়ে এসেছিল বলে তিনি জানান।

Exit mobile version