বিদেশি অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

fec-image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-০৮ ইস্ট থেকে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত যবুকের নাম আব্দুস শুক্কুর (২৮)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার আব্দুর রহিমের ছেলে।

৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, মঙ্গলবার দুপুরের দিকে ক্যাম্প-০৮ ইস্ট-এর বি/৩৫ ও ৩৭ ব্লকে কতিপয় অস্ত্রধারী দুষ্কৃতকারী অনুপ্রবেশ করে গোলাগুলি করছে। এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় আব্দুস শুক্কুর নামের এক দুষ্কৃতকারীকে আটক করা হয় এবং বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে আটক শুক্কুরের শরীর তল্লাশি করলে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ত্র, উখিয়া, গ্রেফতার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন