parbattanews

উখিয়া ঘূর্ণিঝড় রোয়ানের আঘাতে উখিয়ায় লণ্ড ভণ্ড

Pic Ukhiya 3 copy

উখিয়া প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় রোয়ানের আঘাতে উখিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন আগাম প্রস্তুতি হিসাবে উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এরপরও পুরো এলাকা জুড়ে জনগণের মাঝে এখনো ঘূর্ণিঝড় রোয়ানের আতংক বিরাজ করছে।

জানা যায়, গত শুক্রবার রাত থেকে শনিবার সারাদিন ঘূর্ণিঝড় রোয়ানের প্রচুর বৃষ্টিপাত ও ঝড়ো হওয়া বয়ে চলেছে। প্রচণ্ড ঝড়ো হওয়ায় উখিয়া উপজেলার রত্নাপালং, জালিয়াপালং, হলদিয়াপালং, রাজাপালং ও পালংখালী ইউনিয়নে কাঁচা ঘরবাড়ী লণ্ড ভণ্ড হয়ে গেছে। অসংখ্য গাছ পালা ভেঁঙ্গে গেছে। পানের বরজ নষ্টসহ সবজি ক্ষেতকামার ক্ষতি সাধন হয়েছে।

উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, বিদ্যুৎ লাইন নষ্ট হওয়ায় সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলা প্রশাসন কন্টোলরুম চালু করেছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনুদ্দীন ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুত হিসাবে মাইকিং যোগে প্রচার ও উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে।

Exit mobile version