parbattanews

উখিয়া-টেকনাফ সীমান্তে ১৯ রোহিঙ্গা ও ১১ নৌকা প্রতিহত করেছে বিজিবি

রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ১৯ জন এবং টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের রোহিঙ্গা বহনকারী ১১টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত পর্যন্ত সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়।

টেকনাফ বিজিবির অধিনায়ক আবু জার আল জাহিদ জানান, নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বহনকারী এসব নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। প্রতিটি নৌকাতে অন্তত: ১৫ থেকে ২০ জন রোহিঙ্গা থাকতে পারে।

কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, উখিয়া থেকে অনুপ্রবেশকারী ১৯ জনের মধ্যে ৯ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ।

প্রসঙ্গত: গত এক সপ্তাহে টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের রোহিঙ্গা বহনকারী ২ শতাধিক নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

Exit mobile version