parbattanews

উখিয়া বউবাজারে বিশ্ব গীতাযজ্ঞ ও মহা ধর্মসম্মেলন

উখিয়া প্রতিনিধি:

উখিয়ার ধুরুমখালী বউ বাজারে বিশ্ব শান্তি কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ ও ধর্মমহাসম্মেলনে হিন্দু সম্প্রদায়ের নর-নারী পূজারীদের উপচে পড়া ভীড় জমেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় আমেজের মধ্যে দিয়ে বিশ্ব গীতাযজ্ঞ শুক্রবার (২৮ ডিসেম্বর) শুরু হয়।

উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের শর্মা পাড়া বউ বাজারস্থ ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন স্বাধীনতা স্পোটিং ক্লাব ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ ধর্ম মহাসম্মেলন’২০১৮ আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রী শ্রী গীতাযজ্ঞের শুভারম্ব শুরু হয়। দুপুর ১২ টায় শুভ দীক্ষা দান, দুপুর- ১ টায় মহা প্রসাদ বিতরণ ও দুপুর ২ টায় ধর্ম মহাসম্মেলন আরম্ভ হয়।

ধর্ম মহাসম্মেলনে উদ্বোধক ছিলেন, চট্টগ্রামের সীতাকুন্ড আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ আচার্যপাদ পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী। স্বাধীনতা স্পোটিং ক্লাবের সভাপতি অজিত শর্মা (নিতাই) এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শুভধন শর্মার সঞ্চালনায় ধর্মীয় মহাসম্মেলনে অংশগ্রহণ করেন শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ সুধীরানন্দ ব্রক্ষচারী মহারাজ, শ্রীমৎ প্রণবানন্দ ব্রক্ষচারী মহারাজ, শ্রীমৎ স্বামী সজলানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ বিদেহানন্দ ব্রক্ষচারী মহারাজ।

উক্ত গীতাযজ্ঞ ও ধর্ম মহাসম্মেলনে বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের সভাপতি অজিত শর্মা ও সাধারণ সম্পাদক শুভধন শর্মা জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ধর্ম মহাসম্মেলন আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে স্বাধীনতা স্পোর্টিং ক্লাবে অর্থ সম্পাদক পিন্টু শর্মা সহ সকল সদস্য সহযোগিতা করেন।

Exit mobile version