parbattanews

উখিয়া সমুদ্র উপকূলে ৫ দিন ধরে ফিশিং বোট সহ নিখোঁজ ৭ মাঝিমাল্লা

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার সমুদ্র উপকূলে ৫দিন ধরে একটি মাছ ধরার ফিশিং বোট সহ ৭ জন মাঝি মাল্লা নিখোঁজ রয়েছে। গত ৩ নভেম্বর সাগরে মাছ ধরতে গেলে ঘূর্ণিঝড় ‘নাডা’র কবলে পড়ে তারা আর কুলে ফিরে আসতে পারেনি। তাদের ভাগ্যে কি হয়েছে এখনো জানা সম্ভব হয়নি। নিখোঁজ জেলেদের পরিবারে কান্নার রোল বয়ে চলছে।

জালিয়াপালং ইউনিয়নের সাবেক মেম্বার আবুল কালাম জানান, রেজুর ঘাট মোহনা দিয়ে আল্লাহর দান নামক একটি ফিশিং বোটে সাগরে মাছ ধরতে যায়। সেই থেকে ফিশিং বোটটি আর ফিরে আসেনি। নিখোঁজ রয়েছে মাঝি হোছন আলী সহ ৭ জন জেলে ও মাঝি মাল্লা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  রেজু ঘাট ঘর এলাকার বাসিন্দা ছুর আলীর মালিকানাধীন ২২ অশ্বশক্তি সম্পন্ন এই ফিশিং বোট যোগে স্থানীয় জেলেরা সাগরে মাঝ ধরতে গিয়ে ঘৃর্ণিঝড় নাডা’র কবলে পড়ে। ৫ দিন অতিবাহিত হওয়ার পরও জেলেরা বাড়ীতে ফিরে না আসায় পরিবার পরিজনের মধ্যে হতশা ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এমনকি তাদের স্ত্রী ও ছেলে-মেয়েরা কান্নায় ভেঙ্গে পড়েছে।

স্থানীয় জনগণ নিখোঁজ জেলে ও ফিশিং বোটটি সাগর থেকে উদ্ধার ও সন্ধানে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

Exit mobile version