parbattanews

উখিয়া সীমান্তে বিজিবি ও মাদক কারবারি গোলাগুলি : ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের সীমান্ত এলাকা চাকবৈঠায় বিজিবি ও মাদক কারবারিদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ঘটনাস্থল থেকে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার রাতে এই অভিযান পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ির রেজুপাড়া বিওপি’র দায়িত্বরত ৩৪ বিজিবির সদস্যরা।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, একদল ইয়াবা কারবারি মিয়ানমার থেকে বিপূল পরিমাণ ইয়াবার চালান নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলাধীন ২নং রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা চিকনপাতার বাগান নামক স্থানে অবস্থান নেয় বিজিবি।

কিছুক্ষণের মধ্যে ৮/১০ জন চোরাকারবারি সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। বিজিবিও তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে ১৩ রাউন্ড পাল্টা গুলি করলে চোরাকারবারিরা মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে লুঙ্গী দিয়ে মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করা হয়। উক্ত ব্যাগ তল্লাশী করে চার লাখ পিস ইয়াবা পাওয়া য়ায়৷ উদ্ধারকৃত এসব ইয়াবার মূল্য প্রায় ১২ কোটি টাকা।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version