parbattanews

উখিয়া স্যাটেলাইট শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

স্যাটেলাইট শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী

উখিয়ায় স্যাটেলাইট শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র ভবনের নির্মাণ শুরু হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

এই উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে স্যাটেলাইট শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজের আনুষ্ঠানিকতা কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান। উপজেলা প্রশাসনের সহায়তায় শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল আলম। প্রধান বক্তা ছিলেন ইউএনএইচসিআরের এডুকেশন অফিসার মিঃ জেমস।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর। প্রকল্প সম্পর্কে বক্তব্য প্রদান করেন ইউএনএইচসিআর-এর কনস্ট্রাকশন সুপারভিশন মোঃ আব্দুর রহমান। এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারি শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, উপজেলা প্রশাসনের সহায়তায় ইউএনএইচসিআর-এর অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে ১ কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণ করা হচ্ছে।

Exit mobile version