parbattanews

উচ্চ আদালতে প্রার্থীতা ফিরে পেলেন নাইক্ষ্যংছড়ির শাহজাহান কবির

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেল নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাওলানা শাহজাহান কবিরকে বৈধ প্রার্থী ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাছান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিল গঠিত বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

ভোটারের আইডি কার্ড সমস্যা জনিত কারণে সহকারী রিটার্নিং অফিসার গত ২০ফেব্রুয়ারি শাহজাহান কবিরের প্রার্থীতা অবৈধ ঘোষণা করে তার মনোনয়নপত্র বাতিল করেন।

পরবর্তী মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে শাহজাহান কবির উচ্চ আদালতে রিট আবেদন করলে আদালত তাকে বৈধ প্রার্থী ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন।

একইসাথে জেলা প্রশাসক (নির্বাচনী আপীল কতৃপক্ষ) ও জেলা নির্বাচন অফিসার (রিটার্নিং অফিসার) গণ’র দেয়া যথাক্রমে ২৬ ও ২০ ফেব্রুয়ারীর তারিখের প্রদত্ত সিদ্ধান্ত ও সিদ্ধান্তের কার্যকারীতা স্থগিত করেছেন।

শাহজাহান কবিরের পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র এডভোকেট ব্যারিস্টার একেএম ফয়েজ, এডভোকেট মাহাবুবুর রহমান ও এডভোকেট শামসুল আলম।

Exit mobile version