parbattanews

উচ্চ আদালত থেকে জামিন পেলেন সাংবাদিক নির্মল বড়ুয়া

প্রেস বিজ্ঞপ্তি :

৫৭ (২) ধারায় তথ্যপ্রযুক্তি আইনে দায়েরকৃত হয়রানিমুলক মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেলেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’র প্রধান সম্পাদক ও প্রকাশক সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন।

সোমবার হাই কোর্ট’র বিচারপতি ওবাইদুল হক ও বিচারপতি কৃষ্ণা দেবনাথকে নিয়ে গঠিত দ্বৈত বেঞ্চ শুনানী শেষে এ রায় দেন।

সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের মামলার জামিন আবেদন’র পক্ষে লড়েন আইনজীবী এডভোকেট মো. খাইরুল আলম ও এডভোকেট সঞ্চয় কুমার কুণ্ডু। সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের মামলার জামিন তদবিরকারী ছিলেন ইন্টান্যাশনাল নিউজ পোর্টাল এ্যালায়েন্স’র চেয়ারম্যান ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রযুক্তিবিদ ড. মো. জানে আলম রাবিদ পিএইচডি।

শুনানীর সময় উচ্চ আদালতে  সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন স্বশরীরে উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২৩ জানুয়ারি সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন’র সম্পাদিত জনপ্রিয় অনলাইন পত্রিকা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত “রাঙামাটিতে শহিদুজ্জামান মহসিন রোমানের নেতৃত্বে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা” শিরোনামে সংবাদের প্রেক্ষিতে ২৪ জানুয়ারি রাত পৌনে ১০টায় ক্ষুব্ধ হয়ে রাঙামাটি কোতয়ালি থানায় তথ্য প্রযুক্তি আইনে ৫৭(২) ধারায় হয়রানি মুলক মামলা দায়ের করেন রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান। মামলা নং ১১। তারিখ ২৪/০১/২০১৭। তিন ঘন্টার ব্যবধানে ২৫ জানুয়ারি রাত ১টার সময় গ্রেফতারের নামে সন্ত্রাসী কায়দায় বাসায় তাণ্ডব চালায় আনুমানিক ৩০ জনের মত একটি দল।

সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন আইনের প্রতি শ্রদ্ধা ও পূর্ণ বিশ্বাস রেখে দেশের সর্বোচ্চ আদালতে ২৯ জানুয়ারি সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী এডভোকেট মো. খাইরুল আলম ও এ্যাডভোকেট সঞ্চয় কুমার কুণ্ডু।

Exit mobile version