উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

রাঙামাটি সদর কালিন্দপুর সড়কের বাড়ির আঙিনা থেকে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১২টায় দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা নির্দেশনায় উদ্ধার হওয়া অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।
রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাঙামাটি সদর কালিন্দপুর সড়কের ইন্দু বিকাশ তালুকদারের বাসার আঙিনায় অজগর সাপটি জালে আটকে পড়ে। পরে বন বিভাগকে সংবাদ দেওয়া হলে স্থানীয় জনতার সহায়তায় ১০ ফুট দীর্ঘ ১৫ ফুট ওজনের অজগর সাপটি উদ্ধার করা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, বড়ইছড়ি পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা এসএম মহিউদ্দিন চৌধুরী, রাম পাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, শুকনাছড়ি বিট কর্মকর্তা আব্দুল্লা আল নাঈম, সুনয়ন দেওয়ান, স্থানীয় কবিরুল ইসলাম, নজরুল ইসলাম ও বন বিভাগের লোকজনের উপস্থিতে ন্যাশনাল পার্কে সাপটিকে অবমুক্ত করা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, বন্যপ্রাণী বনের সম্পদ, সুতরাং এদের না মেরে আমরা সবাই বনের জীববৈচিত্র্য রক্ষা করি।

















