parbattanews

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড: নববিক্রম কিশোর ত্রিপুরা

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কাজ করছে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা পৌঁছে গেছি। মানুষ ঘরে বসে সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে দেশের মানুষ। পার্বত্য চট্টগ্রামের বিদ্যুতবিহীন এলাকায় ৪৬ কোটি টাকা ব্যয়ে সোলার প্যানেল নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।

শনিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা এসব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলী ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী (খাগড়াছড়ি) মো. আবু তাহের মজুমদার, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় এিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলা উদ্দিন লিটন ছাড়াও উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৩০ লাখ টাকা ব্যয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নির্মাণ করে দেশের প্রথম ডিজিটাল সেন্টার।

Exit mobile version