parbattanews

উন্নত বাংলাদেশ গড়ার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেব: এমপি কমল

pic mp copy

নিজস্ব প্রতিনিধি:
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের রামু হাইস্কুল মাঠে শোক দিবস উদযাপন পরিষদের উদ্যোগে বিশাল কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

এতে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আওমীলীগের বিভিন্ন সহযোগী সংগঠের নেতৃবৃন্দের তদারকিতে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এ আয়োজন শেষ হয়। এ অনুষ্ঠানকে ঘিরে পুরো উপজেলা আওয়ামীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও বাড়তি আগ্রহ দেখা যায়।

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার ১৫ আগস্ট দুপুরে অনুষ্ঠিত জাতীয় শোক দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ রূপান্তরের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নেব।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আহমদ হোছাইন, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, উদযাপন পরিষদের চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা মাস্টার ফরিদ আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিতীশ বড়ুয়া, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, শ্রমিকলীগের সভাপতি নুরুল কবির হেলাল, সাংসদের একান্ত সহকারী মিজানুর রহমান ও ব্যক্তিগত সহকারী মো. আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।

শোক দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান জাফর আলম চৌধুরী জানান, প্রথমবারের মত এম,পি কমলের নেতৃত্বে রামুতে সবচেয়ে বড় পরিসয়ে এ আয়োজন করা হয়েছে। বিভিন্ন পেশার অন্তত ২০ হাজারেও বেশী মানুষ কাঙালি ভোজে অংশ নিয়েছে। সাংসদ কমলের যোগ্য নেতৃত্বে আগামীতে আরো বড় পরিসরে কাঙালি ভোজের আয়োজন করা হবে।

Exit mobile version