parbattanews

রাবারের উন্নয়নে রাবার বোর্ডকে ভাবতে হবে: পার্বত্যমন্ত্রী

 পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিং এম‌পি বলেছেন, রাবার‌কে উন্নয়ন কর‌তে গে‌লে রাবার বোর্ড অবশ্যই প্র‌য়োজন। আর রাবার বোর্ড‌কেই ভাব‌তে হ‌বে, রাবার‌কে কিভা‌বে উন্নয়ন কর‌তে হ‌বে। উন্নত রাবার পে‌তে হ‌লে উন্নত মা‌নের রাবার বীজ সংগ্রহ ক‌রে তার চারা থে‌কে উন্নত রাবার গাছ তৈ‌রি কর‌তে হ‌বে।

বুধবার (১৭ফেব্রুয়ারি) সকা‌লে লামার ফাঁ‌সিয়াখালীর কুমারী‌ এলাকায় গাজী রাবার প্র‌সে‌সিং প্লা‌ন্টের উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তি‌নি ব‌লেন, নাইক্ষ্যংছ‌ড়ির বাইশারী, লামার সরই এলাকা রাবার বাগা‌নের জন্য উপযুক্ত এলাকা ব‌লেও তি‌নি জানান। এসময় তি‌নি রাবার বাগা‌নের জন্য ব্যাংক ঋ‌ণের ব্যবস্থা করারও সুপা‌রিশ ক‌রেন।

মন্ত্রী বলেন, উন্নতমানের রাবার উৎপাদনের মাধ্যমে ক্রেতাদের মাঝে বিশ্বাসের আস্থা আনতে হবে। বিদেশের রাবারের মতো কোয়ালিটি আনতে উর্বর এলাকা চিহ্নিত করতে হবে। আর এ ধরনের  রাবার প্রসেসিং প্লানটের মাধ্যমে এলাকায় অর্থনৈতিক মুক্তি আনবে রাবার শিল্প।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নের জন্য সরকারের পাশাপাশি অন্যান্য ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান গড়ে তোলতে হবে। এতে বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠান শেষে গাজী রাবার প্র‌সে‌সিং প্লা‌ন্টের উদ্বোধন ক‌রেন বস্ত্র ও পাট মন্ত্রী ও গাজী গ্রু‌পের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এসময় অনুষ্ঠা‌নে আ‌রও উপ‌স্থিত ছি‌লেন বান্দরবান পু‌লিশ সুপার জে‌রিন আখতার, লামা উপ‌জেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা রেজা রশীদ, লামা সা‌র্কেল এর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার রেজওয়ানুল ইসলামসহ জেলার বি‌ভিন্ন অ‌ফি‌সের কর্মকর্তা ও সাংবা‌দিকবৃন্দ।

এসময় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব‌লেন, আমা‌দের দে‌শে উন্নত রাবার শীট‌ তৈ‌রি না হওয়ায় বি‌ভিন্ন দেশ থে‌কে রাবার আমদানী ক‌রে থা‌কি। তাই বৈ‌দে‌শিক মুদ্রা সাশ্র‌য়ে‌র ল‌ক্ষ্যে এখন থে‌কে রাবার বি‌দেশ থে‌কে আমদানী না ক‌রে গাজী রাবার প্র‌সে‌সিং প্লা‌ন্টের উদ্বোধন করা হ‌য়ে‌ছে। তি‌নি ব‌লেন, পার্বত্য চট্টগ্রা‌মে অ‌নেক রাবার বাগান আ‌ছে, সেখান থে‌কে রাবার সংগ্রহ ক‌রে রাবার শীট তৈ‌রি করা হ‌চ্ছে। আর এ শীট থে‌কে নিজস্ব ফ্যাক্টরী‌তে মানসম্মত টায়ার তৈ‌রি করা হ‌চ্ছে।

Exit mobile version