উন্নয়নের পূর্বশর্ত সাম্প্রদায়িক সম্প্রীতি: কর্নেল খায়রুল ইসলাম

fec-image

এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। কেননা উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। সমাজ, দেশ উন্নয়নে সকলের অবদান রাখতে হবে। তার জন্য শিক্ষাকে বেশি গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছন লংগদু উপজেলা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম পিএসসি।

সোমবার (২২ আগস্ট) রাঙামাটির লংগদু উপজেলার সেনা জোন ( তেজস্বী বীর) এর উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জোনের নবাগত জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিয়া, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহীম, সদস্য আসমা আলম, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু।

এসময় উপ অধিনায়ক মেজর মো. রিয়াজ আম্মেদ সহ উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, হেডম্যান কারবারি, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল মো. খায়রুল ইসলাম পিএসসি বক্তব্যে তিনি এলাকার শিক্ষা, রাস্তা, বিদ্যুৎ ও ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের ব্যাপারে ঊর্ধ্বতনের নিকট তুলে ধরবেন বলে জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন