পেকুয়ায় বানৌজা শেখ হাসিনা ঘাঁটি সড়ক উদ্বোধন অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি

‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় পেকুয়ায় সড়ক বাস্তবায়ন হচ্ছে’

fec-image

কক্সবাজারের পেকুয়ায় ৩৬১ কোটি টাকা ব্যয়ে একতা বাজার পেকুয়া মগনামা বানৌজা শেখ হাসিনা সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় ২৯৪ কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম এমপির সভাপতিত্বে অনুষ্টিত জনসভায় ভিড়িও কনফারেন্সে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এর উদ্বোধন করেন।

তিনি বলেছেন উন্নয়নের রোলমডেল জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় এ সড়ক বাস্তবায়ন হতে যাচ্ছে। শেখ হাসিনা সরকারে মহাপরিকল্পনা রয়েছে। বর্তমানে মহামারী পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক সাহায্যর আহবান জানান।

তিনি আরো বলেন, অপরাধী যেদলেরই হোক সেই অপরাধী। শেখ হাসিনা সরকারের আমলে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সময়মত সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি জনগণকে ধোঁকা দিচ্ছে। তারা গাড়িতে আগুন দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা শুরু করছে। শেষে তিনি একতা বাজার থেকে মগনামা বানৌজা শেখ হাসিনা নৌ-ঘাঁটি পর্যন্ত ৩৬১কোটি টাকা ব্যয়ে ২৩ কিলোমিটার দৈর্ঘ্য ৪ লাইন সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং ফলক উন্মোচন করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেমের পরিচালনায়  বক্তব্যে রাখেন কক্সবাজার-২(মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার -৩ (সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুন সরোয়ার কমল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াসউদ্দিন, এটিএম জিয়াউদ্দিন জিয়া, জি এম কাসেম, এডভোকেট কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদী, জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু, মাতামুহুরি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম বাবলা।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রকৌশলী ওয়াহিদ আলম, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম, মগনামা ইউনিয়নের চেয়ারম্যান ওয়াসিম, টইটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বারেক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবচার, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন